অনলাইন ডেস্ক:
বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে পারেননি সাকিব আল হাসান। ফলে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বারা আয়োজিত সমস্ত প্রতিযোগিতায় বোলিং থেকে সাকিবকে বরখাস্ত করা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে কাউন্টি খেলার সময় সাকিবের বোলিং নিয়ে সন্দেহ হয়েছিল আম্পায়ারদের। পরে অ্যাকশনের জন্য রিপোর্ট করা হলে সাকিব বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়েছে।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, লাফবরো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পর সাকিবের অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। যার ফলে সাকিবকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বারা আয়োজিত সমস্ত প্রতিযোগিতায় বোলিং থেকে বরখাস্ত করা হয়েছে।
সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার পর আম্পায়াররা সাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এখন সাসপেনশন বাতিল করার জন্য সাকিবকে পুনরায় একটি স্বাধীন পরীক্ষা দিয়ে পাস করতে হবে। অর্থাৎ,পরীক্ষায় তার কনুই বাড়ানোর ডিগ্রি প্রবিধানে নির্ধারিত ১৫-ডিগ্রি থ্রেশহোল্ডের নীচে হতে হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com