অনলাইন ডেস্ক:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এখন আলোচনায়, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এই সীমান্ত অঞ্চলের মিয়ানমার অংশ নিজেদের দখলে নেওয়ার দাবী করেছে আরকান আর্মি।
বিদ্রোহী এই গোষ্ঠীর এমন দাবী করার এক সপ্তাহ অতিক্রান্ত না হতেই সামনে এলো রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি-আরসা’র প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি’র অডিও বার্তা।
ঐ অডিওর ব্যপ্তিকাল ১১ মিনিট ৪২ সেকেন্ড, আরবি তরজমায় বক্তব্য শুরু করে আতাউল্লাহ আরকান আর্মি’র মংডু দখল প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, এটি কোনো নতুন খেলা নয় পুরাতন খেল- জান্তাই আরকান আর্মিকে ক্ষমতা দিয়েছিলো, আজ তারা সে ফল পেয়েছে।”
আরকান আর্মি-জান্তা দুটোর সাথেই আরসা যুদ্ধ করেছে উল্লেখ করে আতাউল্লাহ বলেন জান্তা এখন চলে গেছে কিন্তু আরসা আছে, কোনো মতেই আরকানের ভূমি ছাড়া যাবে না।
রোহিঙ্গাদের ধৈর্য ধরার আহবান জানিয়ে তিনি শেষ করেন বার্তা।
কোন স্থান থেকে আরসা প্রধান এই বার্তা দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে ক্যাম্প সূত্র বলছে আতাউল্লাহ গত ৮ বছর ধরে রাখাইনের বুথিডং জেলার নিকটবর্তী বনাঞ্চলে নিজের সঙ্গীদের নিয়ে আছেন।
Leave a Reply