মোঃ আরাফাত সানি, টেকনাফ।
তৃণমূল নেতা-কর্মীদের সু-সংগঠিত করা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠন করা সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা কার্যকর করে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বিএনপির নেতাকর্মীদের ৩১ দফা আত্মস্থ করতে এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি।
তারই ধারাবাহিকতায় টেকনাফ পৌর বিএনপির নেতাকর্মীদের আরও আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি ও টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদকে প্রধান সমন্বয় করে ৪ সদস্য বিশিষ্ট পৌর সমন্বয় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টেকনাফ ৭১ ডটকমকে নিশ্চিত করছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী।
বাকি তিন সমন্বয় হলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির সাবেক সাঃ সম্পাদক রেজাউর রহমান রেজা, ককসবাজার জেলা বিএনপি’র সদস্য, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ ও কক্সবাজার জেলা বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর শাহ আলম মিয়া।
Leave a Reply