ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজার,টেকনাফ সেন্টমার্টিন এবং মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শাহপরীরদ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় তিনি কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি অভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।
সীমান্ত পরিদর্শনের বিষয়ে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, ‘বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। এজন্যই কোস্টগার্ড অসহায় মানুষের কাছে ভালোবাসা অর্জনের পাশাপাশি প্রিয় হয়ে উঠেছে। এসব কাজ করার জন্য কোস্টগার্ডের জনবল বৃদ্ধি করা দরকার। কক্সবাজার-টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় তাদের নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। মিয়ানমারের ঘটনাটি আসলে তাদের অভ্যান্তরীণ বিষয়। মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চলতেছে। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনী পরাজয় করছে। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তে একটু ভয় থাকে এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেওয়ার জন্য কোস্টগার্ডের সদস্যরা সীমান্ত বাসিন্দাদের পাশে রয়েছে।’
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক বলেন, ‘দেশের সার্বিক ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারিসহ সকল অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com