মো. আরাফাত সানি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে র্যাব অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ উদ্ধারসহ একজন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করছেন কক্সবাজার র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান।
আটক মাদক কারবারি উপজেলার হোয়াইক্যং ইউপির বালুখালী এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম। তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের অধিনায়ক জানান- হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকায় এক ব্যক্তি ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে (২৭ ডিসেম্বর) ভোরে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল করিম নামে মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি করে তার হেফাজতে থাকা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com