টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফ পাহাড়ে এক বন্য মা হাতি বাচ্চা প্রসব করার সময় মা হাতি'র মৃত্যু হয়েছে। পরে একটি হাতি বাচ্চা (শাবক) বন বিভাগের সদস্যরা উদ্ধার করেন।
আজ রবিবার (০৫ জানুয়ারি) বিকালের দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে হাতির বাচ্চা শাবকটা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং হোয়াইক্যং রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী।
তিনি জানান,স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবক প্রসব করার সময় মা হাতি'র মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে রবিবার বিকালে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা শাবক টি উদ্ধারের পরে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। এবং মৃত্যু হাতি'টা মাটি ছাপা দেওয়া হবে।
তিনি আরও জানান,উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবক টা ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে বলে তিনি জানায়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com