মোঃ আরাফাত সানি, টেকনাফ।
অত্যাধুনিক ও উন্নত মানের বিলাসবহুল বাস নিয়ে সীমান্ত উপজেলা টেকনাফ থেকে কক্সবাজার ও চট্টগ্রাম মহাসড়কে যাত্রা শুরু করেছে ‘স্বাধীন ট্রাভেল’র নামে একটি নতুন পরিবহণ এসি বাস।
মঙ্গলবার দুপুরে টেকনাফ পৌর শহরের ছানুর আমতলাস্থ ‘স্বাধীন ট্রাভেলস বাস এর টেকনাফ কাউন্টার ও অফিস শুভ উদ্বোধন করেন কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক ও টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাসান আহমদ কাউন্সিলর।
বিশেষ অতিথি ছিলেন- স্বাধীন ট্রাভেল’র ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনর রশীদ, টেকনাফ অফিসের জি এম আব্দুল গণি, পরিচালক ও টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্না ও নুর হোসেন ড্রাইভার।
কর্তৃপক্ষ জানান, অত্যাধুনিক বিলাসবহুল আরামদায়ক ইসুজু লাকসানা ব্রান্ডের এসি বাস দিয়ে ‘স্বাধীন ট্রাভেলস’র পরিবহণ বাস এর সেবা চালু করা হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ চালক এবং দায়িত্ববান গাইড দিয়ে ‘স্বাধীন ট্রাভেলস’র বাসগুলো পরিচালিত করা হবে। তবে ভাড়া রয়েছে অত্যন্ত সাশ্রয়ে।
টেকনাফ থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টা, বিকাল সাড়ে ৩ টা, চট্টগ্রাম হইতে প্রতিদিন রাত বারোটা ৪৫ মিনিটে ও সকাল ৭ টা ৩০ মিনিটে চট্টগ্রামের ডাম পাড়া, সিনেমা ব্রিজ ও নতুন ব্রিজ থেকে টেকনাফ উদ্দেশ্যে বাস ছেড়ে আসবে এবং যাবে। এ ছাড়া যাত্রীদের সুবিধার্তে টেকনাফের হ্নীলা ও উখিয়া আরও দুটি কাউন্টার শিগগিরই চালু করা হবে।
এতে আরও উপস্থিত ছিলেন মালিক পক্ষের প্রতিনিধি সোয়াফুল ইসলাম মাসুদ, ঢাকা অফিসের জি এম মনসুর চৌধুরি, টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা সিএনজি ও মাহিন্দ্রা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমিন সহ অন্যান্য পরিচালকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া অগ্রিম টিকেট বুকিং এর জন্য যোগাযোগ করুন – ০১৭১৩-১১৪৩৯২ এবং ০১৮৮২২১১১৮১
Leave a Reply