ফারুকুর রাহমান, টেকনাফ ৭১।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে কক্সবাজারের টেকনাফে ২০২৫ তারুণ্যের উৎসব ও বর্ণাঢ্য র্যালি উদযাপন করা হয়েছে।
এ উৎসব উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ও মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রায় সকল স্তরের ছাত্রছাত্রীরা অংশ নেন।
আয়োজকরা জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫১ দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে টেকনাফ উপজেলার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, কর্মশালাসহ নানান কিছু থাকবে। উপজেলা প্রশাসন এসব আয়োজন করবে। এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় লিড মিনিস্ট্রি হিসেবে থাকবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com