নাছির উদ্দীন রাজ, টেকনাফ
হোয়াইক্যং ও হ্নীলা এলাকার নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্ব পালন নিয়ে দীর্ঘ দিন ধরে সেবা প্রার্থীদের মধ্যে একধরনের বিভ্রান্তি ছিল। যার কারণে অনেক দিন ভোগান্তি পেতে হয়েছিল দুই ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রারের সেবা গ্রহীতাদের। এবার অবসান হয়েছে ওই বিভ্রান্তির। কক্সবাজার জেলা রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম সাক্ষরিত এক পত্রে বলা হয়েছে হোয়াইক্যং ও হ্নীলা এলাকার নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্ব এখন থেকে মুহাম্মদ নুরুল হক বৈধ ও নিয়মিত কাজ চালিয়ে যাবেন।
কাজী আখতার কামাল নুরীর বিরুদ্ধে বাল্যবিবাহ নিবন্ধন সহ অন্যান্য অভিযোগ প্রমাণিত হওয়ায় তাহার সনদ খানা সূত্রোক্ত স্মারক পত্রে বাতিল পূর্বক তার অধিক্ষেত্রকে শূন্য ঘোষণা করে করা হয় । হোয়াইক্যং ও হ্নীলার জনগণকে কাজী আখতার কামাল নূরীর মাধ্যমে প্রতারিত না হওয়ার জন্য নিকাহ্ রেজিস্ট্রারের সেবা গ্রহীতাদের কাজী মুহাম্মদ নুরুল হক আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে কক্সবাজার জেলা রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম বলেছেন গত ৭ জানুয়ারী ২০২৫ ইং কাজী মুহাম্মদ নুরুল হক কে হ্নীলা ও হোয়াইক্যংয়ের জন্য বৈধ কাজী বলে চিঠি ইস্যু করা হয়েছে। যাতে সব উল্লেখ রয়েছে, এতে করে অন্যান্যরা অবৈধ হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com