নিজস্ব প্রতিবেদক।
টেকনাফের নয়াপাড়া মুছনী ক্যাম্পের ব্লক বি থেকে মোহাম্মদ শরীফ (১৭) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ শরীফের বাবা আব্দুল কুদ্দুস এবং মা মিনারা বেগম।
নিহতের খালা সাজেদা বেগম জানান, নয় দিন আগে মুহাম্মদ শরীফ নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে তারা কোনো আইনগত ব্যবস্থা নেননি। কারো সঙ্গে শরীফের পূর্ব শত্রুতা ছিল কিনা জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোনো ঘটনা তাদের জানা নেই।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ) দুপুরের পরে টেকনাফ মডেল থানার পুলিশ পাহাড়ের পাদদেশ থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com