• ডেস্ক রিপোর্ট :
১৯ জানুয়ারি (রবিবার) সকাল হতে অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত গ্রুপের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের আওতাধীন ০৭ টি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে ও পাহাড়ি এলাকায় এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, আনসার, এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে শালবাগান ক্যাম্পের রোহিঙ্গা মো. দেলোয়ার হোসেন(২৫), পিতা-নুর হোসাইন, মাতা-নুর নাহার, ব্লক-ডি/০৪, ক্যাম্প-২৬(শালবাগান), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে তার নিজ বসতঘরে অবস্থানকালে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির কোচে রক্ষিত কালো পলিথিনের ভিতর ২৯ (উনত্রিশ) টি পোটলায় অবৈধ মাদকদ্রব্য গাজা। যাহার সর্বমোট ওজন কাগজে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম। অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ অভিযানটি বিকাল ১৭:৩০ ঘটিকায় সমাপ্ত হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com