• ফারুকুর রাহমান, টেকনাফ।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়া এলাকার দশম শ্রেণিতে পড়ুয়া তৌহিদুল ইসলাম আরিফ নামের (১৬) এক ছাত্রের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
সোমবার ( ২০ জানুয়ারি ) বিকাল ৩ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম আরিফ (১৬) হ্নীলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও ৩নং ওয়ার্ডের বাসিন্দা হোসাইন আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিহত তৌহিদুল ইসলাম আরিফের চাচা নুর মোহাম্মদ (শাহাব উদ্দিন) জানান, বাড়ির কাজে ব্যবহৃত পুকুরের মোটর দিয়ে পানি উঠানোর জন্য গেলে মোটরের বিদ্যুতের তার ছিড়ে আরিফের হাতে স্পষ্ট হলে আমার ভাতিজা দুলে পড়ে যায়,এ সময় ঘটনাস্থল থেকে বাড়ির লোক জন হ্নীলা একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এই বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন এই মাত্র ঘটনা শুনলাম পুলিশ যাচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com