• ফারুকুর রাহমান, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১টি জি-৩ রাইফেল, ১টি কিরিচ এবং ১টি সাম্পান নৌকা উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে টেকনাফ সদরের খুরেরমুখ চেকপোস্ট হতে আনুমানিক ০৮ কি. মি. উত্তর দিকে মিঠাপানিরছড়া নামক এলাকায় হতে এসব অস্ত্র, কিরিচ, সাম্পান নৌকা উদ্ধার করা হয়।
বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
বিজিবির ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় নৌপথে মাদকসহ অন্যান্য চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়।
এসময় বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানিরছড়া নামক এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি টহল দলের গোচরীভূত হয়।
তিনি আরো বলেন, পরে বিশেষ টহলদল সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য অগ্রসর হলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারী দলটি রাতের আঁধারে পালিয়ে যায়। পরবর্তীতে, এলাকাটি ঘিরে রেখে অপরাধীদেরকে ধরতে তল্লাশি কার্যক্রম চালানোর সময় পরিত্যক্ত নৌকাটির ভিতরে লুকিয়ে রাখা বস্তার ভিতরে ১টি স্বয়ংক্রিয় অস্ত্র (জি-৩ রাইফেল) ও ১টি কিরিচ উদ্ধার করা হয়।
এছাড়াও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে বর্ণিত সাম্পান নৌকাটিও জব্দ করা হয়। পরবর্তীতে, উক্ত এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে কোন অপরাধী বা তাদের সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উল্লিখিত উদ্ধারকৃত মালিকবিহীন সাম্পান নৌকা টেকনাফ শুল্ক গুদামে এবং টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে কিরিচ এবং জি-৩ রাইফেলটি জমা করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply