প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:৪১ পি.এম
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে টেকনাফে বিএনপি’র পৃথক বিক্ষোভ মিছিল
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ সোলাইমানের পদত্যাগের দাবিতে টেকনাফে পৌর শহরে বিএনপি পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে পৌর শহরের প্রধান সড়কে বিভিন্ন স্লোগানে ওই অধ্যক্ষের পদত্যাগের দাবি করেন।
টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু, জেলা বিএনপির সদস্য মো. আব্দুল্লাহ, জেলা বিএনপির সদস্য শাহ আলম, বিএনপি নেতা হাজী জাবেদ হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন, পৌর যুবদলের আহ্বায়ক আবদুল শুক্কুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ, আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রহমত উল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, সি: যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ সাগর প্রমুখ।
অপরদিকে টেকনাফ পৌর শহরের আলো শপিং থেকে জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ভুলু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্না, পৌর যুবদল নেতা মোহাম্মদ আমিন, টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবদল নেতা ও ২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো. দিদার প্রমুখ।
এ সময় বিএনপি নেতারা বলেন- কক্সবাজার সরকারি কলেজ এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করে দেশের স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জড়িয়ে অমর্যাদাকর বাক্য উচ্চারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে-সাথে উক্ত কলেজের অধ্যক্ষ সোলাইমানের পদত্যাগের দাবি জানাচ্ছি।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com