• ফারুকুর রাহমান টেকনাফ।
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া গহিন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণের জন্য আটকে রাখা ১৫ জন ভিকটিম উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়।
আটককৃতরা হল, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নুরুল কবিরের ছেলে মো. হারুন (২৫), ও নুর মোহাম্মদ(১৯)।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকল ১০ টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মধ্যম কচ্ছপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ীর পিছনে পাহাড়ের চূড়ায় থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গোপন সংবাদের জানতে পারি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গহিন পাহাড়ে বিভিন্ন জেলা উপজেলা থেকে সংগ্রহ করে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যের কথা বলে কচ্ছপিয়া গহিন পাহাড় অবস্থান করছে। পরবর্তীতে মুক্তির টাকার জন্য তাদের পরিবারের কাছে জানানো হয় মুক্তিপণ না দিলে তাদের মারধর করে। থানা পুলিশের একটি টিম গহিন পাহাড়ে অভিযান চালিয়ে ১৫ জন ভিকটিমকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ১০ রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি। ঘটনাস্থল থেকে দুইজন অপহরণকারীকে আটক করা হয়।
তিনি আরো বলেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com