• ফারুকুর রাহমান টেকনাফ।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় গহিন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের হাতে জিম্মি থাকা এক দালাল সহ ১৭ জন নারী, পুরুষ, ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর আইএসপিআর এর গণসংযোগ কর্মকর্তা।
নৌবাহিনীর ওই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের আস্তানায় একদল রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ নৌবাহিনীর কন্টিজেন্ট একটি দল পাহাড়ে অভিযান পরিচালনা করে।
এসময় ১৭ জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। তার মধ্যে আলী আব্দুল্লাহ নামের এক দালালকে আটক করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধার ভিকটিমদের মধ্যে ৩জন বাংলাদেশি নাগরিক, ১৪ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু রয়েছে।
উল্লেখ্য আটক দালালসহ উদ্ধারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com