• ফারুকুর রাহমান টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) রাত দেড়টার দিকে নাফ নদী সংলগ্ন আদমের জোড়া নামক এলাকা হতে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
বিজিবির ওই কর্মকর্তা জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি নাফ নদীর তীরবর্তী আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে পৃথক দুটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান করে। পরবর্তীতে রাত দেড়টার দিকে ৪-৫ জন ব্যক্তিকে নৌকাযোগে নাফ নদীর অপর পার্শ্ব হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে এপারে আসতে দেখা যায়।
এসময় মাদক পাচারকারী দল বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদী ও কেওড়া জংগল দিয়ে রাতের আঁধারে ৪টি বস্তা রেখে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, পরবর্তীতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবি সদস্যরা সম্পূর্ণ এলাকা অবরুদ্ধ করে তল্লাশি চালিয়ে কেওড়া জঙ্গল, নদীর তীরবর্তী ও তৎসংলগ্ন বিভিন্ন স্থানে পাচারকারীদের ফেলে যাওয়া চারটি মোড়কজাত বস্তার ভিতরে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে এবং মাদক পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com