প্রেস বিজ্ঞপ্তি:
সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকা ফেসবুক পেইজে প্রকাশিত সংবাদ এর একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টেকনাফ সদর ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনাম মেম্বার।
এ সময় তিনি জানান- কিছুদিন আগে নাজির পাড়া সীমান্তে গভীর রাতে ১ লক্ষ ইয়াবা লুটপাট হয়েছে ঘটনা সত্য,উক্ত ইয়াবা ডাকাতি কাড়া করেছে টেকনাফ উপজেলার সংশ্লিষ্ট প্রশাসন ঠিকই অবগত হয়েছে এবং অবগত আছেন।
কিন্তু আমাকে কেন উক্ত নিন্দনীয় কাজে লিপ্ত করা হচ্ছে আমার বোধগম্য নই।মনগড়া নিউজ ধারাবাহিক সাংবাদিকতার পরিপন্থী।
যদি কোন মায়ের সন্তান প্রমাণ বা বলতে পারে আমি ও আমার পরিবারের কোন একজন ব্যক্তি উক্ত ইয়াবা লুটপাট কাজে জড়িত আছে বা পরবর্তী জড়িত হয়েছে,আমি কথা দিচ্ছি আমার ওয়ার্ডবাসীর সকলের জুতা মালা বাঁধিয়ে গলায় জুলাব।
আল্লাহর ইচ্ছে ছিল বলেই আপনি সাংবাদিকতার মতো মহান পেশায় নিযুক্ত হয়েছেন।রাব্বুল আলামীন চাইলে নিমিষেই আপনাকে ঝাড়ুদার হিসাবেও কবুল করতেই পারে,সুতরাং মহৎ কলম নিয়ে বেশি মাতলামি করবেন না কারণ,উপরে পৃথিবীর মালিক সবই দেখেন,মজলুম যেকোনো মানুষের বদদোয়া আল্লাহ কবুল করেন।
সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার প্রতিবেদক আমার প্রতিপক্ষের ফাঁদে লিপ্ত হয়ে বারবার আমার ও আমার নিরপরাধ ভাইদের বিরুদ্ধে মনগড়া বানোয়াট প্রতিবেদন ইচ্ছে মতো চালিয়ে ভিউ বাড়ানোর ধান্ধায় লিপ্ত হয়ে নিজেদেরকে রাক্ষুসে সাংবাদিক হিসাবে পরিচয় দিচ্ছে।
আমি ব্যক্তিগত ভাবে উক্ত প্রতিবেদন টিমের সকল সদস্যদের অহংকারী মন-মানসিকতার প্রতি ঘৃণা জানাচ্ছি এবং যাচাই-বাছাই করে অপরাধীদের মুখোশ জাতির কাছে উন্মোচন করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com