• ফারুকুর রাহমান টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের পৃথক দুটি যৌথ অভিযানে ২লাখ ১০ হাজার পিস ইয়াবা'সহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা শফি (১৭), শফিউল্লাহ (৪৬), বশির আহমেদ (৩৫), রফিক (২৪) এবং মঞ্জুর আলম (৩০)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্য রাতে পৃথক দুটি অভিযানে সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ ৫জনকে আটক সহ একই ইউনিয়নের খুড়ের মুখ এলাকায় বস্তায় বন্দি ২লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সিয়াম-উল হক।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোমবার সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ মধ্যরাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও র্যাব-১৫ সিপিসি-১ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে সন্দেহজনক ইঞ্জিন চালিত একটি কাঠের বোট তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরো বলেন, পাশাপাশি অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ৩টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং খুড়ের মুখ এলাকায় কোস্ট গার্ড ও র্যাবের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশি করে অভিনব কায়দায় রশি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে অর্ধ নিমজ্জিত একটি বস্তা হতে ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় বোটে অবস্থানরত মাদক কারবারিরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাঁতার কেটে তীরে উঠে পালিয়ে যায় বলে জানিয়েছেন।
জব্দকৃত সকল ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com