• অনলাইন ডেস্ক।
কক্সবাজারের স্থানীয় জনতার সাথে বিমান বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ ও বিমান বাহিনীর গোলাগুলি নিয়ে নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে কক্সবাজার স্টুডেন্টস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘কক্সবাজার স্থানীয় জনসাধারণের উপর বিমানবাহিনীর গুলি চালানোর বিষয়টি নিন্দাজনক এবং এই ঘটনায় নিহত শিহাব কবির নাহিদ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানান তারা।’
পরে কক্সবাজার স্টুডেন্টস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোর্তজা হোছাইন শাফি এবং সাধারণ সম্পাদক মো. এমরান খান এ-সংক্রান্ত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের স্থানীয় জনগণের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়। একইসাথে নিহত শিহাব কবির নাহিদের হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করে নাহিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, এলাকাবাসীর প্রতিনিধি হিসেবে পরিচিত এবং পূর্বে হুমকির শিকার জাহিদুল ইসলাম জাহিদকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনাও গভীর উদ্বেকজনক। একইসাথে তা মৌলিক মানবাধিকারের লঙ্ঘনও বটে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক। কক্সবাজারের সাধারণ জনগণের সাথে বিমান বাহিনীর যে বিরোধ তৈরী হয়েছে, তার শান্তিপূর্ণ সমাধান করা হোক। তাছাড়া স্থানীয় জনগণের ওপর অন্যায়ভাবে দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার চাই ও আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com