মো. আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে বিনামূল্যে কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন রকম কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের শামলাপুর মন্তলীয়া গ্রামের এগ্রিগেশন সেন্টারে WFP অর্থায়নে সুশীলন কক্সবাজার রেজিলিয়েন্স প্রকল্পের মাধ্যমে উপকারভোগী মাঝে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এনজিও সংস্থা সুশীলনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, পরিচালক সচ্চিদানন্দ বিশ্বাস সতু, প্রকল্প সমন্বয়কারী নুরুজ্জামান ও WFP প্রতিনিধি মানসা এবং বর্ণা পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন- সুশীলন আজকে স্থানীয় কৃষকদের মাঝে এই ২৯ ধরনের কৃষি উপকরণ, যেমন, মিডিয়াম ট্রাক, মিনি ট্রাক, পওয়ার টিলার, ইঞ্জিন ভ্যান, ল্যাপটপ, পাওয়ার ট্রেসার, স্মার্টফোন, প্রিজ ইত্যাদি বিতরণ করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন কৃষকেরাও তাদের প্রচেষ্টার মাধ্যমে যেন উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করে তাদের জীবিকা নির্বাহের জন্য আয় বৃদ্ধি করে। এবং ভবিষ্যতে এই প্রকল্পের সফলতা কামনা করে সুশীলন ও WFP কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
Leave a Reply