• ফারুকুর রাহমান টেকনাফ।
মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ নামক এলাকায় প্রতিদিনের ন্যায় মাছ শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলের ডান পা বিচ্ছিন্ন হয়েছে।
আহত বাংলাদেশি জেলে হলেন , টেকনাফের হোয়াইক্যং আমতলী এলাকার বাসিন্দা মো. আলী আহমদের ছেলে মো. ফিরোজ (৩০)।
রবিবার (৬ এপ্রিল) রবিবার দুপুরে মিয়ানমার অভ্যন্তরে তোতার দ্বীপে মাইন বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন ।
বিজিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, ৬ এপ্রিল রবিবার দুপুর ১টায় উখিয়া ৬৪ ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম ১৮ হতে ১.৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতার দীপ নামক স্থানে ফিরোজ আলম (৩০) নামে একজন বাংলাদেশি জেলে মাছ শিকারে গিয়ে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে ডান পা বিচ্ছিন্ন হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আশপাশের মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে অভ্যন্তরে নিয়ে এসে চিকিৎসার জন্য উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com