নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ এবং সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফের নারীদের জন্য বিশেষ বরাদ্দ কৃত ৪০ হাজার " ভালনারেবল উইমেন বেনিফিট "( VWB) বরাদ্দ অব্যাহত রাখতে সরকারের প্রতি আহবান করেছেন। বুধবার (৯ এপ্রিল) সকালে দৈনিক যুগান্তরের টেকনাফ প্রতিনিধি সাংবাদিক নাছির উদ্দীন রাজ এর সাথে একান্ত আলাপকালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা আসার কারণে উখিয়া-টেকনাফের মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবতার সার্থে আমরা তাদের আশ্রয় দিয়ে হারিয়েছে, নিজেদের চাষাবাদ ও ফসলি জামি, শ্রমবাজার, নাফ নদীতে মাছ শিকার, রোহিঙ্গা অপহরণ চক্রের কারণে পাহাড়ের পাদদেশে চাষাবাদ কৃত জমি দীর্ঘদিন ধরে অনাবাদি রয়েছে। মিয়ানমারের অভ্যান্তরিন সংঘাতের কারণে টেকনাফ স্থল বন্দর ও তেমন চলছেনা, যাতে ব্যবসায়ী ও শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত , টেকনাফের করিডোর বন্ধ, এমন অবস্থায় টেকনাফের মানুষের জন-জীবনের জন্য সরকারের পক্ষ হতে দেওয়া " ভালনারেবল উইমেন বেনিফিট " ( VWB) কার্ড বা কার্যক্রম টি দুই উপজেলার জন্য অতিব গুরুত্বপূর্ন । তবুও মনে করি ওই সহায়তা বা বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কারণ প্রকৃত পক্ষে রোহিঙ্গা এসে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া টেকনাফের মানুষ। তিনি আরো বলেন, আমি আশা করব প্রতিনিধি টিম টি আমাদের উখিয়া-টেকনাফের মানুষের কথা সংশ্লিষ্ট দপ্তরে যথাযতভাবে উপস্থাপন করবেন।
গত ১৭ মার্চ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মবিতা-২ অধিশাখার উপ সচিব এলিশ শরমিন সাক্ষরিত এক অফিস আদেশের বার্তায় টেকনাফ - উখিয়ায় ৪০ হাজার বিশেষ ভাবে বরাদ্দ দেওয়া ( VWB) কার্ড প্রয়োজনের নিরিখে অন্য উপজেলায় হস্তান্তর বিষয়ে বাস্তবায়ন যাচাইয়ের লক্ষ্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে গঠিত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দীন খলিফার নেতৃত্বে প্রতিনিধি টিমের সদস্যরা টেকনাফে আসেন এবং কয়েকটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com