রিপোর্ট- মো. আরাফাত সানি, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে এনজিও সংস্থা সুশীলন এর আয়োজনে প্রদর্শনী মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১০ টায় সুশীলনের প্রকল্প সমন্বয়কারি এ এম ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় উপজেলার হ্নীলা ইউপির লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এই প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মোঃ আল ইমরান রোহিঙ্গাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সুশিলনের এমন কর্মকান্ডের সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফ এ ও) এর প্রতিনিধি মং বা মারমা, সুশীলন খুলনা প্রধান কার্যালয়ের পরিচালক কর্মসূচি মোঃ রফিকুল হক, সুশীলন সংস্থার প্রকল্প কর্মকর্তা আশীষ কুমার মজুমদার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ হোসেন আলী, মনিটরিং ও ডাটাবেজ অফিসার সাইদ আরমান, উলুচামারী এগ্রিগেশন সেন্টারের ম্যানেজিং কমিটির সভাপতি দিদারুল ইসলাম, সুশীলনের (এফ এ) রেজাউল করিম, ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের সি এম এ মোহাম্মদ খায়রুজ্জামান সহ প্রকল্প অংশগ্রহণকারী ও রোহিঙ্গা ক্যাম্পের শত শত নারী -পুরুষ উপস্থিত ছিলেন।
মেলায় উপস্থিত রোহিঙ্গারা তারা নানা অনুভূতির কথা তুলে ধরেন। প্রকল্প বিষয় ও প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দেন।
সুশীলনের এমন কার্যক্রমের প্রশংসা করে- উপস্থিত প্রধান অতিথি ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মোঃ আল ইমরান বলেন, সুশীলন কর্তৃক বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত জনগোষ্ঠীদের মাঝে সবজি উৎপাদন, ফুড প্রসেসিং এবং ফার্ম মেকানাইজেসন এই তিনটি ট্রেডে কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান সহ বিভিন্ন উপকরন দিয়ে সুশীলন সংস্থা তাদেরকে সহযোগিতা করেন। রোহিঙ্গাদের উৎপাদিত পণ্য বিভিন্ন সবজি, আচার, জেম জেলি সহ হরেক রকম পিঠা বাজার জাত করনের জন্য হোস্ট কমিউনিটিকে মেলার মাধ্যমে সম্পৃক্ত করা হয়। এর ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয়রা উভয়ে উপকৃত হবে। এই প্রকল্পের সফলতা কামনা করে সুশীলনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্তি করেন সিআইসি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com