নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া এলাকার আলোচিত রেজাউল করিম রেজা হ’ত্যা মামলার চার্টশিটভুক্ত আসামি একই এলাকার
হাজী ছালামত উল্লাহ’র ছেলে রশিদ আহমদ ধরা ছোঁয়ার বাইরে থেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
জানা যায় ওই হত্যা মামলার চার্জশিট থেকে বাদ দেয়ার জন্য টেকনাফ মডেল থানায় কর্মরত এক এসআই এর মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে দৌড়ঝাঁপ শুরু করেছে।
রশিদ আহমদ বর্তমানে বম্বে সুইট এন্ড কোম্পানি লিমিটেড এর টেকনাফ সেলস ম্যান হিসেবে কর্মরত আছেন। হত্যা মামলার আসামি হয়ে একটি স্বনামধন্য কোম্পানিতে কিভাবে চাকরি করে? এ নিয়ে জনমনে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।
বর্তমানে সে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়া কুয়েত মসজিদ সংলগ্ন এক ভাড়া বাসায় থাকনে বলে জানা গেছে।
এমনকি সে মামলা থেকে বাদ দিতে হত্যার শিকার রেজাউলের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে, তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
হত্যা, পরিবারকে হুমকি, চার্জশিট থেকে বাদ দেয়ার বিষয়গুলো অস্বীকার করেন হত্যা মামলার আসামি রশিদ আহমদ।
Leave a Reply