
প্রেস বিজ্ঞপ্তি ::
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক চৌধুরী সিয়াম ইলাহীর নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।
গত ১৪ই মে ২০২৫ চট্টগ্রাম সার্কিট হাউজে এ সৌজন্যে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিরা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবু নাঈম এবং চট্টগ্রাম জোনের মুখপাত্র তানিয়া আক্তার।
প্রধান উপদেষ্টার সাথে আলোচনার মূল বিষয়বস্তু ছিল জুলাই অভ্যুত্থান এ বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মামলা দ্রুত প্রত্যাহার,আওয়ামী লীগের কার্যকরী বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ২য় বেঞ্চ গঠন এবং প্রতিনিধিদের নিজ এলাকার নানান সমস্যা তুলে ধরা হয়েছে।
প্রধান উপদেষ্টা প্রতিনিধিদের কাছে চট্টগ্রামের আন্দোলন ও তাদের স্ব-স্ব আন্দোলনের ভূমিকা জানতে চাইলে তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরেছেন, প্রধান উপদেষ্টা তাদের সাথে আলোচনা শেষে ফটোসেশান এ অংশগ্রহণ করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩ প্রতিনিধির সাথে।
Leave a Reply