নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
টেকনাফের হ্নীলা ইউনিয়নে ও রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা মুক্তি কক্সবাজার এর উদ্যোগে, অক্সফাম ইন বাংলাদেশের কারিগরী সহায়তায়, ডিএফএটি এ এইস পি -IV অর্থায়নে ২ শত ৫০ জন কে ফলজ ও ঔষুধী (নীম, আম, লেবু, কৃঞ্চচুড়া, অর্জুন) ১ হাজার ২৫০ টি চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদে তা বিতরণ করা হয়। মুক্তি কক্সবাজারের প্রজেক্ট ম্যানেজার ফয়সাল বারীর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা আকতার কামাল এর পরিচালনায় উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, টেকনাফ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, মুক্তি কক্সবাজারের কমিনিউকেশনে অফিসার রাফি আল ইমরান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, নুরুল হক, জিহাদুল ইসলাম (স্যোসাল মোবালাইজার – মুক্তি কক্সবাজার) কাকন দাশ, আয়েশা ছিদ্দিকা লিজা, রেশমা, সাদেক, জামাল।
এ ছাড়া গত ১৬ জুলাই ক্যাম্প ১৯ শে ১২৫ পরিবারকে ৬ টি করে মোট ৭৫০ টি চারা, ১৭জুলাই ক্যাম্প ১২ তে ৫ টি করে মোট ৬২৫ টি চারা বিতরণ করা হয়। যাতে উপ প্রধান নির্বাহী – মুক্তি কক্সবাজার এর সৈয়দ লুৎফুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্যাম্প-১৯’র সিআইসি ফকরুল ইসলাম।
বক্তারা বলেন, পরিবেশ প্রতিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। তাই আমরা সকলে বেশি করে গাছ লাগব এবং তা সংরক্ষণ করে দেশ ও দশের সেবা করব। তারা আরো বলেন, এই চারা বিতরণের মূল উদ্দেশ্য হল, শরনার্থীরা আগমনের ফল পাহাড়ে বনাঞ্চল ধ্বংসের ক্ষতি কমানো, ক্যাম্পে ছায়াযুক্ত স্থান বাড়ানো, গ্রীষ্মের তাপদাহ হ্রাস এবং পরিবেশের সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি করা।
Leave a Reply