1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশের সু*র*ক্ষা*য় হ্নীলা ইউনিয়নে ও রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা মুক্তি কক্সবাজারের চারা বিতরণ  উখিয়ার কামাল মেম্বার হ’ত্যা ঘটনায় বিএনপি নেতাসহ ৮ জনের নামে হ’ত্যা মা’ম’লা অপরাধী যে দলেরই হোক কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক হিমছড়ি সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নি’হত, নি’খোঁজ ২ টেকনাফে ৩ হাজারের অধিক তাজা গু’লি, দেশি-বিদেশি অ’স্ত্র সহ ভি’ক’টিম উ’দ্ধা’র হ’ত্যা’র পর নিজ মেয়ের লা’শ খালে ফেলে দেন ঘা’ত’ক পিতা! আচমকাই চেয়ার নিয়ে বিপাকে জো বাইডেন টেকনাফের শামলাপুরে দুই রো’হিঙ্গা মিলে কোটি টা’কার ই’য়াবা’র চালান ছি’নতাই! র‌্যাব পরিচয়ে অপহরণ: এখনও অধরা চক্রের প্রধান ‘নবি হোসেন -শাহ আলম জুলাই গণঅভ্যুত্থানের শুরু আজ

পরিবেশের সু*র*ক্ষা*য় হ্নীলা ইউনিয়নে ও রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা মুক্তি কক্সবাজারের চারা বিতরণ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

টেকনাফের হ্নীলা ইউনিয়নে ও রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা মুক্তি কক্সবাজার এর উদ্যোগে, অক্সফাম ইন বাংলাদেশের কারিগরী সহায়তায়, ডিএফএটি এ এইস পি -IV অর্থায়নে ২ শত ৫০ জন কে ফলজ ও ঔষুধী (নীম, আম, লেবু, কৃঞ্চচুড়া, অর্জুন) ১ হাজার ২৫০ টি চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদে তা বিতরণ করা হয়। মুক্তি কক্সবাজারের প্রজেক্ট ম্যানেজার ফয়সাল বারীর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা আকতার কামাল এর পরিচালনায় উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, টেকনাফ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, মুক্তি কক্সবাজারের কমিনিউকেশনে অফিসার রাফি আল ইমরান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, নুরুল হক, জিহাদুল ইসলাম (স্যোসাল মোবালাইজার – মুক্তি কক্সবাজার) কাকন দাশ, আয়েশা ছিদ্দিকা লিজা, রেশমা, সাদেক, জামাল।

এ ছাড়া গত ১৬ জুলাই ক্যাম্প ১৯ শে ১২৫ পরিবারকে ৬ টি করে মোট ৭৫০ টি চারা, ১৭জুলাই ক্যাম্প ১২ তে ৫ টি করে মোট ৬২৫ টি চারা বিতরণ করা হয়। যাতে উপ প্রধান নির্বাহী – মুক্তি কক্সবাজার এর সৈয়দ লুৎফুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্যাম্প-১৯’র সিআইসি ফকরুল ইসলাম।

বক্তারা বলেন, পরিবেশ প্রতিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। তাই আমরা সকলে বেশি করে গাছ লাগব এবং তা সংরক্ষণ করে দেশ ও দশের সেবা করব। তারা আরো বলেন, এই চারা বিতরণের মূল উদ্দেশ্য হল, শরনার্থীরা আগমনের ফল পাহাড়ে  বনাঞ্চল ধ্বংসের ক্ষতি কমানো, ক্যাম্পে ছায়াযুক্ত স্থান বাড়ানো, গ্রীষ্মের তাপদাহ হ্রাস এবং পরিবেশের সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!