নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণ-অভ্যুত্থানের কর্মসূচিতে টেকনাফে বিএনপির পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ শিরোনামে দৈনিক প্রথম আলো'র অনলাইন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি'র অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি তাঁর ভেরিফাইড ফেসবুকে অ্যাকান্টে এক বিবৃতি দেন, সেখানে উল্লেখ করেন '৫ই আগষ্ট জুলাই আগষ্টের গণ অভ্যুত্থান ও বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যোক উপজেলা ও পৌরসভায় গণমিছিল ও বিজয় মিছিল উত্তর জনসভার আয়োজন করা হয়। দেশব্যাপী তার ঐ ধারাবাহিকতায় টেকনাফ উপজেলা /পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক বিশাল বিজয় মিছিল ও আনন্দ র্যালী ও জনসভার আয়োজন করে টেকনাফ পুরাতন বাসস্ট্যান্ডে। এ নিয়ে প্রথম আলো পত্রিকায় একটি বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ ছাপানো হয় যা আমার দৃষ্টি গোচর হয় এ ধরনের কোন রাজনৈতিক বক্তব্য কথা আমি বলি নাই এই ধরণের মিথ্যা ও বিভ্রান্তিকর বানোয়াট সংবাদ দলের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য যা ষড়যন্ত্র মুলক।
মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com