বিশেষ প্রতিবেদক,
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মা'দকাসক্ত ছেলে তপন রুদ্র (২০) তার পিতা দুলাল রুদ্রকে কু'পি'য়ে হ'ত্যা করেছে। মাদকের জন্য টাকা না পেয়ে সে এই কা'ণ্ড ঘটায়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তপন রুদ্র আগে একটি সেলুন চালাত। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সে বেকার হয়ে পড়ে এবং মাদকাসক্ত হয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় সে তার বাবার কাছে মাদকের জন্য টাকা চায়। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তপন ক্ষিপ্ত হয়ে একটি ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনার পর স্থানীয় জনতা তপন রুদ্রকে আটক করে পুলিশে দেয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত তপন রুদ্রকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com