কক্সবাজারের টেকনাফে এক কিশোরকে ছুরিকাঘাত করে জোরপূর্বক যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কিশোর অভিযুক্তের পরিচয়ে জানিয়েছেন। তার নাম রেজাউল করিম। সে টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় যুবদল নেতা।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল জুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী কিশোরের ভাষ্য।
ভুক্তভোগী বুধবার সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ওই কিশোর জানান, রেজাউল করিম বিবাহিত এক নারীর সাথে অবৈধ সম্পের্ক জড়ার বিষয়টি আমি জেনে গেলে গত রাতে বাড়ির ফেরার পথে হঠাৎ মোটরসাইকেলে তুলে পাহাড়ের দিকে যায়। এরপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে ছুরিকাঘাত ও মারধর করে জোরপূর্বক যৌন নির্যাতন করেন এবং তা ভিডিও ধারণ করে রাখেন।
এই কিশোর বলেন, "রেজাউল আমাকে হুমকি দেন মুখ খুললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিবেন।"
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রেজাউল একজন মাদক কারবারি, প্রায়শই মদ্যপ্য অবস্থায় উশৃংখল আচরণ করেন।
অভিযুক্ত রেজাউল করিম ঘটনাটি অস্বীকার করেন।
সেইসাথে বিএনপি'র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেন রেজাউল করিম।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, অপরাধী যেই হোক অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুত্র: টিটিএন
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com