সংবাদ দাতা
রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক নাছির উদ্দীন রাজ যে পরামর্শ দিয়েছেন। যা হুবহু তুলে ধরা হল।
১, প্রতিটি শিক্ষক মহোদয় কে তাদের কর্ম ঘন্টা নিশ্চিত করতে হবে।
২, মাদ্রাসায় প্রতিটি শিক্ষক কে সকাল ৮ টা হতে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত দিনে ( ক্লাস) ১ঘন্টা থাকলেও উপস্থিতি নিশ্চিত করতে হবে। অর্থাৎ ( ৮ টা ৪৫ হতে ১ টা ১৫ পর্যন্ত) ক্লাস সময়।
৩, কোন শিক্ষক ছুটিতে থাকলে বা অনুপস্থিত হলে সে ক্লাস ঘন্টা গুলো বিকল্প ঘন্টা দিয়ে পুরন করতে হবে।
৪, সকালের অ্যাসেম্বলিতে ছাত্রদের পাশাপাশি সকল শিক্ষক গণের ১০০ত ভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৫, প্রতিটি ছাত্র প্রতিষ্ঠানে ক্লাস চলা কালিন সময়ে বাহিরে বা দোকানে ঘুরা ঘুরি করতে পারবেন না। সে টি শিক্ষক মহোদয় নিশ্চিত করবেন।
৬, কোন শিক্ষক প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ছুটি নিলে তা অধ্যক্ষের পাশাপাশি উপাধ্যক্ষ কে নিশ্চিত করতে হবে। যাতে তিনি পরের দিন ক্লাসের প্রতিদিন সিডিউল করার সময় অনুপস্থিত শিক্ষকের বিষয় পুরন করে শিক্ষাক বা ক্লাসের বিকল্প ঘন্টা নিশ্চিত করতে পারেন ।
৭, হোস্টেলে কোন বহিরাগত ছাত্র বা ব্যক্তি অবস্থান করতে পারবেন না। শুরু হোস্টেলের ছাত্ররা অবস্থান করতে পারবেন।
৮, ক্লাস শুরুর আগে প্রতিটি ক্লাস বা ওয়াশরুম দায়িত্বরত চতুর্থ শ্রেণীর কর্মচারিরা পরিষ্কার - পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হয়ে প্রতিটি শ্রেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও আসবাবপত্র নষ্ট হলে তা চেক করে প্রতিষ্ঠান প্রধান বরাবর অবগত করতে হবে।
৯, কোন শিক্ষক মহোদয় যান্ত্রিক ত্রুটি বা কোন সমস্যার কারনে প্রতিষ্ঠানে আসতে নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট দেরি হলে সেটি উপাধ্যক্ষ বা অধ্যক্ষ কে লিখিত কারণ জানাবেন।
১০, ক্লাস চলাকালীন সময়ে কোন শিক্ষকবৃন্দ যদি প্রাতিষ্ঠানিক কাজ ছাড়া ব্যক্তিগত কোন কাজে বের হন, তাহলে তাকে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ মহোদয়কে লিখিতভাবে জানাতে হবে ।
১০, প্রতিষ্ঠানে শিক্ষার শৃঙ্খলা ফিরিয়ে আনতে বা একাডেমিক বিষয়গুলো নিশ্চিত করতে উপাধ্যক্ষ মহোদয় যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন।
১১, হোষ্টেল সুপার ক্যাম্পাসের ভিতরে প্রতিটি পানির ট্যং ভর্তি আছে কিনা নিশ্চিত করবেন। পাশাপাশি এতিম ছেলেদের যথাযথ তদারকি ও খাবারে মান যতটুকু সম্ভব নিশ্চিত করবেন।
( অন্যান্য বিষয়গুলো আবার ঘোষণা করা হবে)
................................
নাছির উদ্দীন রাজ
বিদ্যোৎসাহী সদস্য
রংগীখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা গভর্নিং বডি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com