প্রেস বিজ্ঞপ্তি;
গত ১১ আগস্ট ২০২৫ খ্রিঃ, রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় গো*পন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, লেদা IOM হাসপাতালের পাশে রো*হিঙ্গাদের রেশন অ*বৈধভাবে মজুদ ও বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাত করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার মহোদয়ের দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে, ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান, জাদিমুড়া ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ(সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার বিন মান্নান এবং ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সুমন কর-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে একটি গুদাম ঘর থেকে অ*বৈধভাবে মজুদ রাখা ৩৫৩ বস্তা রেশন সামগ্রী ও ৫০ লিটার তেল (যাহার মধ্যে মসুর ডাল-১১৪ বস্তা, অন্যন্যা ডাল-৬৬ বস্তা, চাল-৬০ বস্তা, চিনি-৬৫ প্যাকেট, আটা-৪৮ প্যাকেট, যন্ত্রপাতি-ওজন মাপার মেশিন ও বস্তা শেলাই মেশিন ০১ টি) উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মালামাল সিআইসি কর্তৃক (WFP- World Food rogramme) এর নিকট হস্তান্তর করা হয়। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে লেদা এপিবিএন কর্তৃক অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com