নিজস্ব প্রতিনিধি, উখিয়া।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টসহ বিভিন্ন ক্যাম্পের চলমান মানবিক সহায়তা কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন জাপানের সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও খাদ্য বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন জাপানের জাতীয় সংসদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সদস্য সাকাগুচি নাওতো, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সুত্রে জানা যায়, সকাল ১০টা ৪৫ মিনিটে প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-২ ওয়েস্টের এ/১১ ব্লকে ইউএনএইচসিআরের অর্থায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) পরিচালিত এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। পরে একই ব্লকে ইউনিসেফের অর্থায়নে মুক্তি কক্সবাজার পরিচালিত বর্ণমালা লার্নিং সেন্টার ঘুরে দেখেন।
দুপুরে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর অর্থায়নে কোডেক পরিচালিত ই-ভাউচার খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গাদের ডাটা কার্ডের মাধ্যমে রেশন গ্রহণ প্রক্রিয়া এবং চলতি বছরের পরিকল্পনা তুলে ধরেন।
পরে দুপুর দেড়টা এনজিও ফোরাম পরিচালিত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। ক্যাম্প-৮ ওয়েস্টের এ/৫৯ ব্লকে আইওএম পরিচালিত অগ্নি-প্রতিরোধী শেল্টার নির্মাণ কেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয়ভাবে তৈরি মাটি ও বাঁশের শেল্টারের বৈশিষ্ট্য সম্পর্কে ব্রিফিং নেন।
এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, ক্যাম্প ইনচার্জ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।###
Leave a Reply