নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে রাতে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের টেকনাফ উপজেলা শাখার ৬ জন নেতা কে গ্রেফতার করেছে।
তারা হলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ (৫০) সহ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী (৫৫) কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তারেক মোহাম্মদ রনি (৩৭) সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ সভাপতি শফি উল্লাহ (৫৫), সহ সভাপতি শফিকুর রহমান (৪৯) ও ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সৈয়দ আলম (৫০)। তার মধ্যে মোর্শেদ ও রণি কক্সবাজার -৪ আসনের সাবেক এমপি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলীর ছেলে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য সূত্রে জানাগেছে, গেল শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মসজিদে শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধুর) ৫০ তম শাহাদাত বার্ষীকি ও ১৫ আগস্ট শোক দিবস পালন করেন এবং পরে কাঙ্গালী ভোজের আয়োজন করেন। এ খবর দ্রুত ফেইসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পুলিশ।
টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন জানান, শুরু তাদের গ্রেফতার করলে হবে না, এদের চেয়ে আরো বড় বড় আওয়ামী লীগ নেতা টেকনাফে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে । আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি বাকি যারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকেও গ্রেফতার করা হোক।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৬ জন বিভিন্ন পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে। তবে অভিযান অব্যাহত রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com