নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা শিল্পকলা অডিটোরিয়ামে তা অনুষ্ঠিত হয় । সাংবাদিক আশিক উল্লাহ ফারুকির কোরআন তেলাওয়া ও টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) উপঅধিনায় ক্যাপ্টেন রাকিব এবং বক্তব্য রাখছেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন,কৃষি অফিস মোহাম্মদ হুমায়ুন কবির, টেকনাফ পৌর জামায়াতের আমীর রবিউল আলম, ইসলামী আন্দোলন টেকনাফ দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ হোছন ও জুবায়ের ওসমান সহ অনেকেই। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি, মৎস্য জীবি প্রতিনিধি, সাংবাদিক গণ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
শেখ এহসান উদ্দিন বলেন, যারা নাফ নদীতে মাছ শিকার করতে যায় তাদের সীমান্তের জলসীমার বিষয়ে অনেক জ্ঞান রাখতে হবে। কোন ক্রমে জলসীমা অতিক্রম করা যাবে না। কারণ সীমানা অতিক্রম করলে মিয়ানমার আরাকান আর্মিরা এসে ধরে নিয়ে গেলে আমাদের করার কিছু নেই, সেই রাজ্যটি এখন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই, যেহেতুু তারা সে দেশের রাষ্ট্রিয় সরকার নয়।
তিনি আরো বলেন, টেকনাফে সঠিক জেলেদের তালিক তৈরি করে প্রতিটি ইউনিয়নে প্রকৃত জেলেদের সরকারের দেওয়া সমস্ত সহযোগিতা পেতে উপজেলার পক্ষ থেকে সহায়তায় করা হবে।
জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বলেন, মাদক আসার নাম দিয়ে নাফ নদীর একটি অংশ খোলে দিয়ে আরেকটি অংশ বন্ধ করে রেখেছে যা জেলেদের উপর বা টেকনাফের মানুষের উপরে বৈষম্য বলে মনে হচ্ছে। যে মাদকের নাম দিয়ে নাফ নদী আংশিক বন্ধ, সে মাদক কিন্তুু অন্য এলাকা দিয়ে পায়ে হেটে আসছে। তাই সব কিছু টেকনাফের মানুষের ঘাড়ে না দিয়ে তদন্ত করে নাফ নদীতে সকল জেলের মাছ আহরন নিশ্চিত করতে আহবান জানাননি।
সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, টেকনাফে জন্ম গ্রহন করা কি আমাদের অপরাধ। সীমান্তের কাছে যত সব বৈধ চিংড়িঘের আছে রাতে মাদকের বাহানা দিয়ি সেগুলো থেকে মাছ ধরতে না দেওয়ায় মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তারা যথা সময়ে মাছ শিকার করে বাজারে উঠাতে পারছে না। তাই ব্যবসায়ীরা আর্থিকভাবে লোকসান হচ্ছে । টেকনাফের বৈধ মাছ চাষিদের সহায়তা করার জন্য মৎস্য অধিদপ্তরের সহ যোগিতা করা জন্য অনুরোধ জানাচ্ছি। এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বিশাল র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে স্থানীয় ভাবে মাছ চাষে সফলতা অর্জন ও উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com