নাছির উদ্দীন রাজ টেকনাফ।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা ও পৌর শাখা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকালে টেকনাফ পৌর শহরে তা অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এডঃ রশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর সেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য রহমত উল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিক, পৌর সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, পৌর সাঃ সম্পাদক আকতার হোসাইন, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী, পৌর বিএনপির সিঃ সহ সভাপতি এনামুল হক, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুস সালাম, পৌর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, এইচ এম ওসমান গনী, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা গফুর, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসমাইল, হ্নীলা উত্তর বিএনপির সাবেক দুই সভাপতি আলী আহমদ ও আবছার কামাল নোবেল
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার কামাল, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক ওবায়দুল হক মুন্না, জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি নাছির উদ্দীন বাচ্চু, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোলাইমান বাদশা ও রফিকুল ইসলাম অপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন , টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, পৌর যুবদলের সভাপতি আব্দুস শুক্কুর, শ্রমিক দলের সভাপতি মোঃ হোসাইন আনিম, মৎসজীবি দলের সভাপতি জালাল উদ্দীন, উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মোঃ ইউনুস, পৌর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জাহেদ উল্লাহ জিয়া, মোঃ রাসেল উদ্দিন, সদর সেঃ সভাপতি ফরিদ আলম, ছাত্র নেতা আব্দুল্লাহ আল মাসুদ, তারেক আহমদ সাগর, আতাউল্লাহ প্রমুখ। সভা শেষে একটি বিশাল মিছিল টেকনাফ উপজেলা ও পৌর সভার সমন্বয়ে শহর প্রদক্ষিণ করেন।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, টেকনাফে যে সমস্ত উন্নয়ন হয়েছে তার সিংহভাগ আমার হাতে গড়া। রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে কোনটিই বাদ পড়েনি। টেকনাফের মানুষের বৈধ ইনকামের জন্য করে দিয়েছিলাম বন্দর ও করিডোর। তা হয়তো এখন মিয়ানমারের সমস্যার কারণে সাময়িক বন্ধ। আমরা ক্ষমতায় এলে এই বন্দরকে পুনরোজ্জীবিত করার জন্য চেষ্টা করব।
তিনি আরো বলেন, ভবিষ্যতে টেকনাফের উন্নয়ন আরো বৃদ্ধি করার জন্য প্রয়োজন হলে শহীদ জিয়াউর রহমানের মত তারেক রহমান কেও টেকনাফে আরো একবার নিয়ে আসবো। তবে আগামী নির্বাচনে আপনারা যদি ধানের শীষ, বিএনপি তথা কে ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠাতে পারেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com