নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়েনের ৯নং ওয়ার্ডের মনখালী এলাকার দুই নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ এখনো মিলেনি। সকালে মাছ শিকারের সময় বঙ্গোপসাগরে স্রোতের টানে ভেসে গেছে বলে জানা গেছে। তারা হলেন, নুর হোছনের ছেলে হাবিবুল আবছার ও নাজির হোছনের ছেল সায়েম।
স্থানীয়রা জানান,শুক্রবার (২৯ আগস্ট) সকালে মনখালীর খেলার মাঠের পশ্চিমের সাগর অংশের ৬ জন জেলে টানা জালে মাছ শিকার করতে যায়। যার মধ্যে দুই জন ছাত্র হাবিবুল, সায়েম ও ছিল। এমন সময়ে মাছ শিকার করার এক পর্যায়ে স্রোতের টানে তারা বঙ্গোপসাগরে ভেসে যায়।
উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, নিখোঁজ ছাত্রদের উদ্ধারে বিষয়ে পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয়রা কার্যক্রম অব্যাহত রেখেছি।
Leave a Reply