মো. আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হয়ে অভিনব কায়দায় আচারের প্যাকেটে লুকানো ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটা দিকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান -বৃহস্পতিবার বিকেলে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ মোঃ মঞ্জুর আলম (১৯) কে আটক করা হয়। সেই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নয়াপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোঃ সাব্বির আহমদ।
বিজিবি অধিনায়ক আরও জানান- ০৫ সেপ্টেম্বর বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে এলে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশে থাকা মঞ্জুর আলমকে সন্দেহ হলে বিজিডি-১১১৩ সিপাহী ও প্রশিক্ষিত ডগ ‘জ্যাক’ (নারকোটিক্স স্নিফার, জার্মান শেফার্ড) এর সহায়তায় তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে মঞ্জুর আলমের কাছে থাকা একটি কালো পলিথিন ব্যাগ থেকে মোট ২৮টি বার্মিজ আচারের প্যাকেট (সবুজ রঙের ২৭টি ও সাদা রঙের ১টি) উদ্ধার হয়। এগুলোর ভেতর অভিনব কায়দায় লুকানো ছিল ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর আলম স্বীকার করে যে, টেকনাফের এক ইব্রাহিম নামক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিতে বলা হয়েছিল। এর বিনিময়ে তাকে একটি স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
অধিনায়ক জসীম উদ্দিন জানান- বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com