নিজস্ব সংবাদদাতা
কক্সবাজার থেকে খেলা দেখে আসার পথে হোয়াইক্যং কান্জরপাড়ার এলাকায় হাইওয়ে সড়কে ঘটে যাওয়া কথা-কাটাকাটির ঘটনা কে ডাকাতি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টি আমার নজরে এসেছে। যা একটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সাজানো নাটক এবং অপপ্রচার । এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, পাশাপাশি প্রকৃত ঘটনার ব্যাখ্যা হল, আমরা কয়েকজন এলাকার যুবক মাত্র কক্সবাজার থেকে টেকনাফের খেলা দেখে বাড়ি যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পরে আমাদের এক জন রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পারাপার করছিল হঠাৎ তাহার উত্তর দিক থেকে একটি গাড়ি এসে তাকে ( পারা পারের) সময় মেরে দিতে চেয়েছিল। তখন গাড়ির ড্রাইভার গাড়িটি তাৎক্ষণিক থামালে আমরা দৌড়ে গিয়ে
ড্রাইবারের সাথে কথা বলার চেষ্টা করি। এমন সময় গাড়িতে থাকা যাত্রী হ্নীলার জাম্বু,নোমান সহ কয়েজনের ড্রাইবারের কথা কেড়ে নিয়ে তারা আমাদের সাথে কথা-কাটাকাটিতে লিপ্ত হয় । পরে এক পর্যায়ে তা সামাধান হয়ে যার যার বাড়িতে চলে যায় । পরবর্তীতে সকাল হলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আমি জামাল উদ্দিন কে ডাকাত বলে উল্লেখ করে ছড়িয়ে দেন। যা একটি জঘন্য ঘৃণিত কাজ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত অনুরোধ যারা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র এবং অপপ্রচার করেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক । ভবিষ্যতে কেউ যদি এরকম মিথ্যা অপপ্রচার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে আদালত বা থানায় আইনগত আশ্রয় নিতে বাধ্য থাকিব।
অপর দিকে টেকনাফ নয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি আবছার উদ্দিন জানান, গত রাতে আমাদের দায়িত্ব এলাকায় কোন রকমের ডাকাতির খবর পাওয়া যায়নি। যদি কেউ বলে থাকে তাহলে তাদের নিজেদের অপকর্ম ডাকাতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ।
প্রতিবাদ কারি
নাম – জামাল উদ্দিন
পিতা শামসুল আলম
হোয়াইক্যং, টেকনাফ।
Leave a Reply