দায় এড়াতে থার্ডক্লাস ব্লেইম: অকৃতকার্য ব্যবস্থাপনাকে স্বীকার না করে নির্দিষ্ট উপজেলাকে টার্গেট করে দোষ লোকানোর অপচেষ্টাকে থুথু দিই বলে মন্তব্য করেছেন গণঅভ্যুত্থান সম্মুখ সারীর যোদ্ধা চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মুরশেদ আলম।
টেকনাফ ৭১.কম'কে পাঠানো এক মন্তব্যে তিনি এসব কথা বলেন, যা হুবহু তুলে ধরা হলো ---
টাকার লোভে ধারণ ক্ষমতার তিনগুণ বেশি টিকিট বিক্রি, ক্যাশ টাকা দিয়ে গ্যালারিতে টিকিট ছাড়া দর্শক প্রবেশ, কোনো প্রকার অগ্রীম নিরাপত্তা নিশ্চিত না করা সহ হাজারো অসঙ্গতিকে পেছনে ঠেলে নিজেদের অকৃতকার্য ব্যবস্থাপনাকে স্বীকার না করে একটা নির্দিষ্ট উপজেলাকে টার্গেট করে নিজেদের দোষ লোকানোর অপচেষ্টাকে থুথু দিই!
একটা খেলায় পুরো উপজেলার মানুষ নিজ উদ্যোগে নিজ খরচে খেলা দেখতে যায়, সেখানে এমন কোন মহৎ ব্যক্তি যে রোহিঙ্গা ভাড়া করে গ্যালারিতে নিয়ে যাবে এবং এমন কোন আহাম্মক এটাও ভাবে যে জনপ্রতি ২হাজার টাকা খরচে ভাড়া করে খেলা দেখতে রোহিঙ্গা নিয়ে যাবে!
নিজেদের দায় এড়াতে শেষমেষ এই থার্ডক্লাস ব্লেইম দিতে জীবনে প্রথম দেখলাম।
যারা এই ব্লেইম দিচ্ছে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি টেকনাফ থেকে তাদের সাথে ৪টা চেকপোস্ট পার করে কক্সবাজারে একজন রোহিঙ্গা নিয়ে দেখাক।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com