সংবাদ দাতা
কক্সবাজারের সমস্ত উপজেলা ব্যাপী মেটকো কোম্পানীতে সেলস ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। তাই জেলার প্রত্যেক উপজেলার যোগ্যতা সম্পন্ন জনবল হতে Movrex Automative Trade Corporation ( MATCO) তে সেলস অফিসার পদে (উখিয়া-টেকনাফে-১)(কক্সবাজার-রামুতে-১), (চকরিয়া-পেকুয়ায়-১) এবং (মহেশখালীতে ১জন) করে সেলস ম্যানেজার (SM) জরুরী ভিত্তিতে নিয়োগ প্ৰদান করা হবে।
আবেদনকারীগণকে সর্বনিম্ম এসএসসি/দাখিল পাস এবং এই পদের জন্য অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আবেদনকারীগণকে আগামী শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) এর মধ্যে আবেদনপত্র নিম্মোক্ত নাম্বারে যোগাযোগ করে পাঠাতে হবে।
যোগাযোগ জরুন নিন্মে লিখত নাম্বারে।
০১৯৭৯২৫৬২০০ ( হোয়াটসএ্যাপ)
০১৬১৬৫২২৫১১
Leave a Reply