সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারে মাদক বিরোধী সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্স' এর সার্বিক তত্ত্বাবধানে মাদক চোরাচালান এবং মাদকের ব্যবহার রোধে একটি সামাজিক সচেতনতা ক্যাম্পেইন আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সচেতনতা বৃদ্ধি পেলে মানুষ মাদক থেকে বিরত থাকবে, কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। দীর্ঘমেয়াদে এটি সামাজিক আন্দোলনে পরিণত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করবে।
উল্লেখ্য যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০ জুলাই ২০২৫ তারিখে জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠিত হয়। মাদক পাচার নেটওয়ার্ক ধ্বংসে টাস্কফোর্স ইতোমধ্যে সমন্বিত অভিযান শুরু করেছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, ২০টি মাইক্রোবাস, একটি সিঙ্গেল ব্যারেল গান, একটি এলজি ও এক রাউন্ড বুলেট জব্দ করা হয়েছে এবং ৫৫৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এছাড়াও, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজারের একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, এসি ল্যান্ড, ডাক্তার, নির্বাচিত কলেজের অধ্যক্ষ এবং স্কুল ও মাদ্রাসাসমূহের প্রধান শিক্ষকগন, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com