নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়ন (২বিজিবি) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)১৫ যৌথ অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মিয়ানমারের মুংডু জেলার খারাংখালী এলাকার মোঃ ওসমান এর ছেলে মোঃ ওমর সিদ্দিক (২৮) কে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান এক সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেন।
তিনি বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের স্লুইসগেট এলাকার কেওড়া বাগানের অভ্যন্তরে সীমান্ত দিয়ে পাচার করে মাদকের একটি চালান গ্রহণের জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর রাতে কক্সবাজার র্যাব-১৫ ও টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) যৌথ অভিযান চালিয়ে হাতেনাতে ৩ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, আটক মাদক ও কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহন করা হবে।
Leave a Reply