মোহাম্মদ তোফাইল, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়নের শিক্ষার মানোন্নয়ন ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে "সাবরাং আন্ত-ইউনিয়ন মেধা বৃত্তি পরীক্ষা" আয়োজনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সাবরাং সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) নজির আহমদ।
সাবরাং উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সুলতান আহমদ (বি এ) এর সভাপতিত্বে, সবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রধান শিক্ষক আনিস উল্লাহ'র সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) শেখ আতাউর রহমান, কক্সবাজার জেলা উপসহকারী নিবন্ধক সমবায় কার্যালয় কবির আহমদ, কক্সবাজার সদরের উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা মোহাম্মাদ তাহের, সাবরাং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান, শাহ পরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান করিম উল্লাহ, ছান্দলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাকের হোসেন, সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ , শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক এবং সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com