নিখোঁজ বোটের মালিকের স্ত্রী সেলিনা আক্তার (৪০) গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৫৫) করেছেন। জিডিতে তিনি জানান, তার স্বামী আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে যুক্ত। তার মালিকানাধীন বোটে মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেল (৩৫) এবং আরও ১৪ জন জেলে মাছ ধরতে বের হন।
সেলিনা আক্তার বলেন, ‘প্রথমে ভেবেছিলাম নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ হচ্ছে না। কিন্তু টানা ১০-১১ দিন কোনও খোঁজ না পাওয়ায় আমরা দিশেহারা হয়ে গেছি। এখনো স্বামী ও বোটের সকল মাঝিমাল্লা নিখোঁজ। পুলিশও কোনো খোঁজ দিতে পারছে না।’
সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান জানান, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে খোঁজাখুঁজি চলছে।’
জিডিটির তদন্ত কর্মকর্তা এসআই আরিফ বলেন, ‘১৩ তারিখের পর থেকে তাদের মোবাইলের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছি। দেশের প্রতিটি থানায় বার্তাও পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com