নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের মূলহোতা নুরুল ইসলাম মুন্না (৪০) কে আটক করেছে র্যাব-১৫। তিনি হত্যা, মাদক, অপহরণ ও অস্ত্রসহ ১৪ মামলার পলাতক আসামি।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে টেকনাফ সদর নতুন পল্লানপাড়া ৪ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বিকাল ৪ টার দিকে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আটক নুরুল ইসলাম প্রকাশ (মুন্না) টেকনাফ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ লেংগুরবিল মাঠপাড়া এলাকার এহলাস মিয়ার ছেলে।
র্যাব জানায়, মুন্না দীর্ঘদিন ধরে ৩০-৪০ জন সদস্য নিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করে আসছিল । চক্রটি নিয়মিত মানুষকে অপহরণ করে পাহাড়ি আস্তানায় বন্দি করে রাখতেন। এবং মুক্তিপণের জন্য অমানবিক নির্যাতন চালাতেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দীর্ঘদিনের নজরদারির পর শেষ পর্যন্ত মুন্নাকে আটক করতে সক্ষম হয় র্যাব।
আইনগত প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com