অনলাইন ডেস্ক ৭১;
আবারও বেড়েছে স্বর্ণের দাম, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গতকাল সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ মঙ্গলবার, (৭ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭২৬ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি সোনার দাম ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ স্বর্ণের দাম-
সনাতন ১ ভরি সোনার দাম ১,৩৬,৪৪৫ টাকা (বর্তমান)। পূর্বে ছিলো ১,৩৪,২৫৩ টাকা। ১ ভরিতে দাম বেড়েছে ২,১৯২ টাকা।
১৮ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৬৪,২২৯ টাকা (বর্তমান)। পূর্বে ছিলো ১,৬১,৬৫১ টাকা। ১ ভরিতে দাম বেড়েছে ২,৫৭৮ টাকা।
২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৯১,৬০৫ টাকা (বর্তমান)। পূর্বে ছিলো ১,৮৮,৫৯৫ টাকা। ১ ভরিতে দাম বেড়েছে ৩,০১০ টাকা।
২২ ক্যারেট এক ভরি সোনার দাম ২,০,৭২৬ টাকা (বর্তমান)। পূর্বে ছিলো ১,৯৭,৫৭৬ টাকা। ১ ভরিতে দাম বেড়েছে ৩,১৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com