কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আমনের আলোচিত সমালোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদির পুত্র নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের টাকা মহা নগরের সহ-সভাপতি শাওন আরমান তার পিতা আব্দুর রহমান বদির একটি ছবি দিয় তার ফেসবুক আইডি থেকে লিখেছেন- বাবার অবর্তমানে উখিয়া-টেকনাফের মানুষ এখন বুঝতে গেছে আসলে আমরা তাদের জন্য কি করেছি।
তার লেখাটি হুবহু তুলে ধরা হলো…
আমরাই উখিয়া-টেকনাফের উন্নয়নের ভিশন ও কৌশলগত উন্নয়নের জন্য কাজ করেছি, ভবিষ্যতে আমরাই করব।
আজ প্রতিটা সেক্টরের খেটে খাওয়া মানুষগুলো কষ্টে আছে কিন্তু সে মানুষগুলোর কষ্টের কথা কেউ চিন্তা করে না। শুধু আছে বড় বড় স্বপ্ন দেখাতে, তারা সবাই আপনাদের বোকা বানানোর পাঁয়তারা করছে।
“দাঁত পড়লে যেমন দাঁতের মর্ম বোঝা যায়” তেমনি আমার বাবার অবর্তমানে হয় তো উখিয়া টেকনাফের মানুষ এখন বুঝতে পেরে গেছে আসলে আমরা তাদের জন্য কি করেছি।
ইতিহাস কখনো বিদায় জানায় না,
ইতিহাস বলে আবার দেখা হবে-
আমরা অবশ্যই ফিরবো॥
Leave a Reply