মো. আরাফাত সানি, মোহাম্মদ তোফায়েল, টেকনাফ
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসএসসি- এইচএসসি ৬৬ জন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছেন ইউএনও শেখ এহসান উদ্দিন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ওসিসির প্রোগাম অফিসার নাশীদুল ইসলাম আলফারুকী এর সঞ্চালনায়,
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জমকালো আয়জনের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুল থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এমন আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৌনম বড়ুয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায়, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতিকুল রহমান, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, সাবরাং উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক, সাংবাদিক,অভিভাবক ও শিক্ষার্থীরা।
এই সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তোমাদের স্বপ্ন আরও অনেক বড় হতে হবে, তোমরা একদিন ঠিক আমাদের এই জায়গায় বসবেন, তোমরা পারবা টেকনাফ কে পরিবর্তন করতে। বড় বড় স্বপ্ন দেখতে হবে। পড়ালেখার জন্য টাকা লাগে না। ইচ্ছাশক্তি থাকলে সবকিছু করা সম্ভব। এখান থেকে যে কোন একজন আমার মত অফিসার দেখতে চাই। তোমরা বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়বা। তোমাদের জন্য দোয়া রইল। এ অর্জন টেকনাফবাসীর অর্জন। এরকম সংবর্ধনা যাতে আজীবন সচল থাকে এ আহ্বান জানার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com