প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৫৮ পি.এম
ধান খেতে মিললো কোটি টাকার ইয়াবা!

মো. আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ধান খেত থেকে জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ অক্টোবর (সোমবার) রাত ৯টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ১ জন সন্দেহজনক ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধান খেতে ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ধানখেত থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ‘মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com